শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইলিশ আমদানি বাড়ায় কর্মচঞ্চল মাছঘাট

অধিকাংশ ইলিশ দক্ষিণাঞ্চলের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ইলিশের আমদানি বাড়ায় মাছঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। আড়ৎদার আবদুল রব জানান, দীর্ঘদিন ইলিশ ধরা না পড়ায় একপ্রকার হতাশ ছিলাম। কয়েকদিন ধরে আড়তে ইলিশ আসতে শুরু করেছে। যদিও মাছঘাটের অধিকাংশ ইলিশ বরিশাল, ভোলা, চরফ্যাশন থেকে আসা। জেলে হাবু গাজী জানান, স্থানীয় নদীতে ইলিশ ব্যাপকভাবে ধরা না পড়লেও নামাতে (সাগর) ইলিশ ধরা পড়ায় কিছুটা আশাবাদী। বর্তমানে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকায়। আর ছোট ইলিশ আকার ভেদে ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ গবেষক ড. আনিছুর রহমান জানান, যদিও আগস্ট-সেপ্টেম্বর হচ্ছে ইলিশের ভরা মৌসুম। বর্ষায় ইলশেগুড়ি বৃষ্টি নদীর পানি ঘোলা ও স্রোত বাড়লেই ঝাঁকে ঝাঁকে ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। গত বছর সারা দেশে পাঁচ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। সে হিসাবে এ বছর উৎপাদন সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।

 

 

সর্বশেষ খবর