মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

বন্যার পানিতে ভেসে যাওয়ার ২৮ ঘণ্টা পর মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলে রবিবার দুপুর ১টায় বন্যার পানি দেখতে গিয়ে নিখোঁজ হন নাঈমুর রহমান (২৪) নামে এক শিক্ষার্থী। নিখোঁজের ২৮ ঘণ্টা পর গতকাল বিকাল ৫টার দিকে নাঈমুরের লাশ পাওয়া গেল ওই বিলের কচুরিপানার নিচে। নাঈমুরকে খুঁজতে শেরপুর পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা এক কাজ করছিল।

নাঈম ভাতশালার শাপমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাস করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাঈম ও তার বন্ধুরা ওই বিলে বন্যার পানি দেখতে যান। সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাঁটু পানিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ স্রোতের তোড়ে নাঈমের পায়ের নিচের মাটি ভেঙে গেলে তিনি ভেসে যান। ¯্রােত তীব্র থাকায় মুহূর্তেই হারিয়ে যান নাঈম।

সর্বশেষ খবর