মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

বেনাপোল-যশোর মহাসড়ক ছয় লেন করার দাবি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল-যশোর এশিয়ান হাইওয়ে মহাসড়ক ছয় লেনকরণ, সড়কের ঝুকিপূর্ণ গাছ কেটে নতুন গাছ রোপণ, নির্মাণাধীন সড়কের কাজ দ্রত শেষ করাসহ চার দফা দাবি জানিয়ে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।

গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজন। এ সময় বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমদানি-রফতানি বাণিজ্য। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ছয় লেন করা না হলে আমদানি-রফতানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অবিলম্বে বেনাপোল-যশোর মহাসড়কের পাশে ২০০ বছরের ঝুঁকিপূর্ণ গাছ কেটে ফেলা প্রয়োজন। অধিকাংশ গাছের শিকর নষ্ট হয়ে বা ডালপালা সড়কের ওপর ঝুঁকে থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহন। এ মহাসড়কের নির্মাণ কাজ দরপত্র মতে করা হচেছ না বলে অভিযোগ করা হয়। আরও বক্তব্য রাখেন নুরুজ্জামান, মহসিন মিলন, নাছির উদ্দিন প্রমুখ। 

 

সর্বশেষ খবর