শিরোনাম
বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

সেবার নামে অ্যাম্বুলেন্স সার্ভিসে ভাড়া নৈরাজ্য

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কেওয়াটখালী এলাকার শশ্মান ঘাটের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। অথচ এই পথে অ্যাম্বুলেন্সে ভাড়া হাঁকা হয়েছে চার থেকে ছয় হাজার টাকা। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলে এমন নৈরাজ্যের মুখে পড়েন স্বজনরা। পরে অবশ্য দুই হাজার টাকায় যেতে রাজি হন এক অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের বিরুদ্ধে রোগীদের জরুরি মুহূর্তে অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ময়মনসিংহ মেডিকেলের সামনের সড়কে শতাধিক অ্যাম্বুলেন্স থাকলেও সিন্ডিকেট করে হাঁকা হয় ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রকাশ্য হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। শুধু নীতিমালার অভাবে অ্যাম্বুলেন্সগুলো খেয়াল-খুশি মতো ভাড়া নিচ্ছে। অভিযোগ আছে, ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য যেসব রোগী ঢাকায় পাঠানো হয় তারাও ভাড়া সন্ত্রাসের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। রোগী ভেদে অ্যাম্বুলেন্সে ভাড়া কমে-বাড়ে। রোগীর অবস্থা গুরুতর হলে তার জন্য ভাড়াও বেশি। ১২১ কিলোমিটারের এই পথটুকু যেতে ভাড়া গুনতে হয় ১০-১৫ হাজার। অথচ সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া কিলোমিটার প্রতি মাত্র ১০ টাকা। জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বলেন, ‘ভাড়া নিয়ে নৈরাজ্যের কথা আমরাও শুনেছি। বেসরকারিভাবে কতগুলো অ্যাম্বুলেন্স চলে তার তালিকা অ্যাম্বুলেন্স সংগঠনের কাছে চাওয়া হয়েছে। তবে ভাড়ার সুনির্দিষ্ট তালিকা বিআরটিএ’র করার কথা।’ ময়মনসিংহ বিআরটিএ’র পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ‘মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা নেই। সাধারণত উভয় পক্ষের চুক্তিতে টাকা লেনদেন হয়।’ বেসরকারি অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া নেওয়ার জন্য অতি লোভী মানসিকতাকে দায়ী করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার। ময়মনসিংহ মেডিকেলে খোঁজ নিয়ে জানা যায়, ১ হাজার ২০০ শয্যার হাসপাতালে মাত্র চারটি অ্যাম্বুলেন্স আছে। এর মধ্যে একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। অন্য তিনটি অ্যাম্বুল্যান্স ভিআইপি এবং হাসপাতালের মুমূর্ষ রোগীদের ঢাকা পাঠানোর কাজেই বেশি ব্যবহার হয়। এ সংকটের সুযোগে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন এবং অনুমোদনবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিকের অ্যাম্বুলেন্স সার্ভিস।

সর্বশেষ খবর