বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

লাকসামে ব্যস্ত কামার শিল্পীরা

লাকসাম প্রতিনিধি

লাকসামে ব্যস্ত কামার শিল্পীরা

ঈদুল আযহা সামনে রেখে কুমিল্লার লাকসাম অঞ্চলের হাট-বাজারে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। করোনা দুর্যোগের কারণে অন্য বছরের তুলনায় কাজের পরিমাণ কিছুটা কম হলেও সন্তোষ জানান তারা। জানা যায়, লাকসাম উপজেলার কামার শিল্পীরা প্রতি বছর ঈদুল আযহা ঘিরে ব্যস্ত সময় পার করেন। এবার করোনার প্রকোপে অন্য বছরের তুলনায় তাদের কাজের পরিমাণ কিছুটা কম। কামার শিল্পীদের তৈরিকৃত দা, বটি, চাপাতি, ছুরি, চাকু ও ধামা কোরবানির পশু জবাই ও কাটার কাজে ব্যবহৃত হয়। দৌলতগঞ্জসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, টুং টাং শব্দে মুখোর কামার দোকানের আশেপাশের এলাকা। এ অঞ্চলের কামার সম্প্রদায়ের লোকজন পশু জবাইয়ের প্রয়োজনীয় হাতিয়ার তৈরির মাধ্যমে পূর্ব-পুরুষদের পেশা ধরে রেখেছেন। বছরের অন্য সময় তাদের ব্যবসায় মন্দাভাব থাকলেও ঈদুল আযহাকে সামনে রেখে তাদের মুখে দেখা যায় হাসির ঝিলিক।

সর্বশেষ খবর