বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজদর (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে। আজদর ওই গ্রামের সামসু মিয়ার ছেলে। স্বজনরা জানান, সকালে আজদরের ঘরের ফ্রিজ নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ফ্রিজের লাইন মেরামতের কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বজ্রপাতে প্রাণহানি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে দীপক সরকার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীপক বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া গ্রামের মৃত কুমোত সরকারের ছেলে ও বালিয়াকান্দি সরকারি কলেজের ¯œাতকের শিক্ষার্থী। গতকাল দুবলাবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বেলা ৩টার দিকে দীপক বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।-রাজবাড়ী প্রতিনিধি

পিসিআর ল্যাব দাবি

মাগুরায় পিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপ্লাই এবং আইসিইউ ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, পদযাত্রা এবং সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে করোনা দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধে গণকমিটি। গতকাল মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা-কর্মীরা। বক্তব্য রাখেন এটিএম মহব্বত আলি, কাজী ফিরোজ, এটিএম আনিসুজ্জামান ও সম্পা বসু। -মাগুরা প্রতিনিধি

সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নাজিম উদ্দিন  ও একই ইউনিয়নের মেম্বার মোহাম্মদ আলী  গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আতাদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। -আড়াইহাজার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর