বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় বেড়েছে ছুরি রামদা বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বেড়েছে ছুরি রামদা বিক্রি

করোনা ভাইরাসের মধ্যেই বগুড়ায় ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। একদিকে হাটে কেনাবেচা হচ্ছে পশু অন্যদিকে বগুড়া শহরে বিক্রি বেড়েছে ধারালো ছুরি ও রামদার। ব্যস্ততা বেড়েছে কামারশালায়ও। পুরাতন ছুরি যেমন শান দিয়ে ধার করে নেওয়া হচ্ছে তেমনি নতুন ছুরিরও চাহিদা বেড়েছে। জানা যায়, দেশীয়ভাবে তৈরি ছোট ছুরি ২০-৬০, একটু বড় ছুরি ৬০-১০০, রামদা ৩০০-৬০০ টাকা এবং বটি আঁকা ভেদে ৫০-৪০০, চাপাতি ২৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর সঙ্গে বার্মিজ ও চীনের তৈরি সিলভার রঙের চাপাতি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকা। ছোট ছুরি ১০০ টাকা, পশু জবাই করার ছুরি ৩০০-৬০০, দা ৩০০ থেকে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো স্থানে আবার চীনের কথা বলে দাম বাড়িয়েও বিক্রি করছে। বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম তালুকদার জানান, এ বছর কোরবানির জন্য চাহিদা ধরা হয়েছে তিন লাখ ২৫ হাজার গবাদি পশু। সেখানে জেলায় তিন লাখ ৭৬ হাজার গবাদি পশু  প্রস্তুত রয়েছে। এর মধ্যে  গরু আড়াই লাখ।

সর্বশেষ খবর