বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

তেলভর্তি ট্রেনের লরি উঠে গেল চামড়ার আড়তে

নাটোর প্রতিনিধি

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নাটোর শহরের রেলগেট ও চামড়া পট্টি এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন স্থাপনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে খুলনা থেকে আসা তেলভর্তি রেলের লরি নাটোর রেলস্টেশন সংলগ্ন ডিপোগুলোতে তেল খালাস করার জন্য সান্টিং করছিল। এ সময় ৭০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রেলগেট সংলগ্ন পুরনো প্লাটফর্মে। সেখানে থাকা চামড়ার কয়েকটি আড়তঘর ভেঙে লরিটি ভিতরে ঢুকে পড়ে।  লরিটি অক্ষত থাকায় ঘটেনি বড় দুর্ঘটনা। নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, সান্টিংয়ের সময় ট্রেনটি পেছনে নেওয়া হচ্ছিল। কিন্তু লরির গতি বেশি থাকায় সিগন্যাল দেওয়ার পরও চালক নিয়ন্ত্রণ করতে পারেনি ফলে লরিটি ওপরে উঠে যায়। তিনি জানান সেখানে থাকা আড়তগুলো অবৈধভাবে স্থাপন করা হয়েছে। যাদের অনেকের কাগজপত্র নেই।

সর্বশেষ খবর