বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

সুন্দরবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা কর্মকর্তা-বনরক্ষীর ছুটি বাতিল

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা কর্মকর্তা-বনরক্ষীর ছুটি বাতিল

সুন্দরবনে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় সব কর্মকর্তা-বনরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা। সুন্দরবনে সাম্প্রতিক সময়ে চোরা শিকারির দৌরত্ম্য বেড়ে যাওয়ায় সংরক্ষিত এই বনে গতকাল থেকে সার্বক্ষণিক টহলেরও ব্যবস্থা করা হয়েছে। বনরক্ষীর পাশাপাশি সুন্দরবন সুরক্ষায় কোস্টগার্ড, র‌্যাব ও পুলিশ মাঠে নেমেছে। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন জানান, চলমান করোনা পরিস্থিতিতে সুন্দরবনে সব ধরনের জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও চোরা শিকারিরা এই বনে প্রবেশ করে বিভিন্ন অপারাধমূলক কর্মকান্ড করার চেষ্টা করছে। ঈদ উপলক্ষে মৌসুমী হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের দমনে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমির হোসাইন চৌধুরীর নির্দেশে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশি জায়গা বিস্তৃত হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের জল ও স্থলভাগে রয়েছে প্রাণ-প্রকৃতির বিশাল ভান্ডার। সুন্দরবনে দেশের জাতীয় পশু রয়েল  বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, কুমির, বানর, গুইসাপসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সুন্দরী, পশুর, গেওয়া, গরান, কাকড়া, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে এই ম্যানগ্রোভ বনে। সুন্দরবনের অভ্যন্তরে ৪৫০টি নদী ও খালে রয়েছে রূপালী ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কোরালসহ প্রায় ৩০০ প্রজাতির মাছ।

সর্বশেষ খবর