শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

গরু পরিবহনকালে চোখে ছিটানো হয় মরিচ গুঁড়া!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে গরুর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঠানো হচ্ছে বিভিন্ন স্থানে। গরু পরিবহনের সময় যাতে অসুস্থ বা দুর্বল না হয় সে জন্য মরিচের গুঁড়া ও গুল ব্যবহার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর হাটে গরু কিনতে আসা বেপারী সেরাসুল ইসলাম জানান, গরু পরিবহনের সময় চোখে, মুখে ও কানে ব্যবহার করা হয়েছে শুকনো মরিচের গুঁড়া ও গুল। এর কারণ হিসেবে তিনি বলেন, এ পদ্ধতিতে গরু বহন করলে গাড়ির মধ্যে গরু শুয়ে পড়ে না, পুরো পথ দাঁড়িয়ে থাকে। ফলে অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে। স্বাভাবিকভাবে গরু পরিবহন করলে ট্রাকের মধ্যে ক্লান্ত হয়ে শুয়ে যায়। এ সময় অন্য গরু শুয়ে থাকা গরুর উপর উঠে তার ক্ষতি করতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, গরুর চোখে-মুখে মরিচের গুঁড়া ও গুল ব্যবহার অমানবিক। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর