বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

পাহাড়ে অলস সময় কামার শ্রমিকদের

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে অলস সময় কামার শ্রমিকদের

মাত্র কদিন পরই ঈদুল উল আজহা। কিন্তু পাহাড়ের কামার পল্লীগুলোতে নেই উচ্ছ্বাস। কর্মহীন সময় পার করছেন কামার শ্রমিকরা। স্থানীয় দোকানিরা ঈদে গরু জবাই ও মাংস কাটার জন্য দা, বটি, ছুড়ি ও চাপাতি প্রস্তুত করে পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতা। প্রতিবছর কোরবানি ঈদকে ঘিরে টুং টাং শব্দে মুখর থাকতো কামার পল্লী। এবার ভিন্ন চিত্র। চাহিদা না থাকায় সুনসান নীরবতা বিরাজ করছে দোকানগুলোতে। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে শ্রমিকদের কপালে।

রাঙামাটি কলেজ গেট এলাকার কামার লক্ষ্মী কান্ত জানান, ৪২ বছর ধরে এ পেশায় আছি। করোনার কারণে এবার ব্যবসায় ধস নেমেছে। দা, ছুড়ি, বটি ও চাপাতির প্রতি মানুষের চাহিদা একেবারে নেই। কর্মহীন হওয়ায় পরিবার চালাতে হিমশিম থেকে হচ্ছে এ শিল্পের সবাইকে।

সর্বশেষ খবর