বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

হিলিতে পিয়াজ আদার দাম কমেছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পিয়াজ ও আদার দাম কমেছে। এক দিন আগেও প্রতি কেজি পিয়াজ প্রকারভেদে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হলেও গতকাল তা ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। ঈদুল আজহায় পিয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরে আমদানি হওয়া আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আগে প্রতি কেজি আদা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। বর্তমানে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।

হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, কোরবানি ঈদে দেশে পিয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আমদানি বাড়ানো হয়েছে। সড়কপথের পাশাপাশি রেলপথেও পিয়াজ আমদানি অব্যাহত রয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে আদার আমদানিও বেড়েছে।

সর্বশেষ খবর