বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২৫ গ্রাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২৫ গ্রাম

সোনাতলায় স্রোতের তোড়ে ভেঙে যাওয়া সেতু

বগুড়ার সোনাতলায় একটি ব্রিজ ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে ২৫ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাতে সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন ব্রিজ স্রোতের তোড়ে ভেঙে যায়। এতে ২৫ গ্রামের প্রায় ৭৫ হাজার মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বন্যার পরে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ করা হবে। সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, ব্রিজটি জনগুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত। সোনাতলার ইউএনও শফিকুর আলম জানান, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর