শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুর্যোগকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার এই দুর্যোগকালেও দেশে উন্নয়ন অব্যাহত রেখেছেন। দরিদ্র মানুষ যেন করোনা ও বন্যার দুর্ভোগ বুঝতে না পারে সেজন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন ও থাকবেন। দেশ যতদিন দুর্যোগ থাকবে ততদিন কোনো জিনিসেরই ঘাটতি হবে না। গতকাল দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে দুস্থ মুসলিম ও হিন্দু পুনর্বাসন এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীর মধ্যে চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এসব কথা বলেন। ক্যান্সার ৩০ রোগীকে ৫০ হাজার করে এবং দুস্থ ৫৯ জনকে ১০ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। ইউএনও এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে চেক বিতরণকালে বক্তব্য রাখেন ইমদাদ সরকার, কিশোর কুমার, জেসমিন আরা জেসমিন প্রমুখ।

সর্বশেষ খবর