শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাস্তা যেন মরণ ফাঁদ!

আফজাল, টঙ্গী

রাস্তা নয় যেন মরণ ফাঁদ। গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কে খানাখন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বৃষ্টির পানি জমে রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। শিলমুন, মরকুন,  মধুমিতা, আরিচপুর, পাগাড়, আউচপাড়া, বনমালা, দত্তাপাড়া, সাতাইশ, মুদাফা, গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় রাস্তার বেহালদশা। তবে বনমালা সড়কটি সবচেয়ে বেশি খারাপ। বনমালা রেললাইন পার হওয়ার পর হায়দরাবাদ ব্রিজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী। ব্যাংক কর্মকর্তা রোকসানা আজমেরী বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় কাউন্সিলর সফি বলেন, রাস্তাটি নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা রয়েছে। রেলওয়ে জায়গা ছাড়ছে না। জায়গা কিনে রাস্তা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর