শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুনর্ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ, আটক ২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ইদ্রিস গ্রুপের রশিদা বিড়ির দুটি কারখানায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুনর্ব্যবহৃত ব্যান্ডরোলসহ প্রায় তিন লাখ ৪০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। অভিযানে থাকা জেলা প্রশাসন, র‌্যাব-১৪ ও এনএসআই সদস্যদের দাবি, ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একই ব্যান্ডরোল বারবার বিড়ির প্যাকেটে লাগিয়ে বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে- এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে রসিদা বিড়ির মালিক ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান ইদ্রিস মিয়া জানান, আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতেই কে বা কারা প্রশাসনকে ভুল তথ্য দিয়েছে। র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডর সবুজ রানা জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান শেরপুর ও শ্রীবরদী এই দুই কারখানা থেকে প্রতিদিন অন্তত ২০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই কাজ করে আসছে। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন জানান, রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর