শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সেই দাসিয়ারছড়া এখন উন্নয়নের রোল মডেল

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের দাসিয়ারছড়া এখন উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও দক্ষতায় দ্রুত টেকসই উন্নয়ন, উৎপাদনে গতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও জনবান্ধব কর্মসূচির কারণে পাল্টে গেছে দাসিয়ারছড়াবাসীর জীবনমান। ৬৮ বছরের বঞ্চনা, অবহেলা শেষে তারা এখন আত্মবিশ্বাসী-আত্মনির্ভরশীল। দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার আর পশ্চাৎপদতার বিরুদ্ধে লড়াই করে এখন তারা স্বাবলম্বী। আলোকিত জীবনের জয়গান সবার মুখে। ছিটমহল বিনিময়ের পাঁচ বছরে সেই ফুল এখন পত্রপল্লবে বিকশিত হয়ে ফলও দিতে শুরু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার প্রত্যক্ষ নির্দেশনায় দাসিয়ারছড়ার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে আসছে প্রশাসন। গত পাঁচ বছরে এখানকার বাসিন্দারা পেয়েছেন কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ, পাকা সড়ক, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, ডিজিটাল কম্পিউটার ল্যাব, শহীদ মিনার, ডিজিটাল সাব-সেন্টার, স্কুল-কলেজ, মদ্রাসা, ক্রীড়া ক্লাব, লাইব্রেরি, কমিউনিটি রিসোর্স সেন্টার, পুলিশ তদন্ত কেন্দ্র, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, গভীর নলকূপ, কৃষি উৎপাদন ও মৎস্য চাষ পরামর্শক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদান করা হচ্ছে বয়স্ক, বিধবা, অসচ্ছল প্রতিবন্ধী, দুঃস্থ, প্রসূতি, ভিক্ষুক ভাতা, শিক্ষা উপবৃত্তি, সুদমুক্ত ঋণ কার্যক্রম, সেলাই প্রশিক্ষণ। ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা সাহায্য এবং কর্মসৃজন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে চলছে চাষবাস। দুই শতাধিক একর জমি এসেছে সেচের আওতায়। ভূমি জরিপ, ব্যবস্থাপনা এবং রেজিস্ট্রেশন শেষে মালিকানা কাগজপত্র তৈরির  ফলে দূর হয়েছে দখল ও জমি হারানোর ভয়। শতাধিক নারীকে যুব প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

সর্বশেষ খবর