শিরোনাম
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সড়কে থৈ থৈ পানি

নীলফামারী প্রতিনিধি

সড়কে থৈ থৈ পানি

বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত টানা বর্ষণে নীলফামারী শহরের বিভিন্ন পাড়া মহল্লায় থৈ থৈ করছে পানি। অভ্যন্তরীণ সড়কে হাঁটুপানি জমেছে। অনেকের বাসা-বাড়ির আঙিনা ও ঘরে পানি ঢুকেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে ব্যাহত হাজার হাজার পরিবারের। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। বুধবার রাত ১০টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত নীলফামারীতে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে-যা গত এক যুগে সর্বোচ্চ। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, শহর ঘেঁষা বামনডাঙ্গা নদী খনন করার ফলে শহরের পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর