শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিল ইজারাদারকে বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার দোবিলা আজমপুর বিল ইজারা দেওয়া হলেও প্রভাবশালীরা দখল ছাড়েনি। খাস কালেকশন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইজারা পাওয়া সমিতিকে বিল বুঝিয়ে না দিয়ে দখলদাররা মাছ ধরে নিচ্ছেন বলে জানা গেছে। জানা যায়, গত ৩০ চৈত্র ভূমি মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশপুর হালদারপাড়া মৎস্যজীবী সমিতিকে ছয় বছর মেয়াদী ২৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকায় দোবিলা বিলটি বন্দোবস্ত প্রদান করে। খাস কালেশনের মেয়াদ ৩০ চৈত্র শেষ হলেও আবারও বিলে মাছ ধরা হচ্ছে। বিল নিয়ন্ত্রণকারী আজিজুর রহমান মন্টু জানান, খাস কালেকশনের মেয়াদ শেষ হলেও ফের আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। সেকারণে বিলটি আমাদের নিয়ন্ত্রণে আছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল জানান, মাছ ধরার বিষয়টিও আমার জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর