শিরোনাম
বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পানিতে ডুবে ২০ শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে ২০ শিশুর মৃত্যু

১১ জেলায় পানিতে ডুবে ২০ শিশুর মৃত্যু হয়েছে। গত পাঁচ দিনে এ সব দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী : বাউফলে পুকুরের পানিতে ডুবে তিন চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো, মাহফুজা বেগম (১৫) মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। কুমিল্লা : মনোহরগঞ্জ উপজেলার খানাতুয়া গ্রামের মুকসুদ ভুইয়ার ছেলে নাজমুল হাসান (৪) গতকাল বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা গেছে। সোমবার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে মামাতো-ফুফাতো ভাইয়ের। নিহতরা হলো- খোদেদাউদপুর গ্রামের আমির হোসেনের ছেলে আবতাহি (১৪) ও রিপনের ছেলে শাকিব (১১)। এদিকে শনিবার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই চাচাতো ভাইয়ের। তারা বড় গাজীপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে সানি (৪) ও মামুনুরের ছোট ভাই সুমন মিয়ার ছেলে আরিয়ান (৩)। একই দিন বরুড়ার হোসেনপুরে মাসুদ রানার তিন বছরের মেয়ে হাফসা পানিতে ডুবে মারা গেছে। দিনাজপুর : ঘোড়াঘাটে গত রবিবার পানিতে মারা গেছে দুই শিশু। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। মৃতরা হলো ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের কবিরুলের মেয়ে মেহেনাজ (৯) ও ঘন কৃষ্ণরামপুর গ্রামের নায়েব আলীর ছেলে কামরুল (৭)। বগুড়া : জেলা সদরের নিশিন্দারা ইউনিয়নে পুকুরে ডুবে মোহাম্মাদ আলী নামে এক  শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ধুনটে ইছামতি নদীতে গোসল করতে নেমে হালিমা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর, মানিকগঞ্জের সাটুরিয়া, কুড়িগ্রামের উলিপুর, শেরপুরের শ্রীবরদী, ফরিদপুরের ভাঙ্গা, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে মারা গেছে আরও সাত শিশু।

সর্বশেষ খবর