বুধবার, ৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নৌকাডুবিতে প্রাণ গেল ১৪ জনের

প্রতিদিন ডেস্ক

মানিকগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল তিন ভাই-বোনের। এছাড়া পাঁচ জেলায় নৌকা ডুবে মৃত হয়েছে মা-ছেলেসহ আরও ১১ জনের। মানিকগঞ্জ : দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুই শিশু। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। নিখোঁজরা হলেন- হনুফার মেয়ে মিথিলা ও রোকসানার ছেলে শান্ত। বগুড়া : আদমদীঘিতে ঈদের দাওয়াতে যাওয়ার পথে রক্তদহ বিলে গতকাল নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার শহীদ হোসেনের স্ত্রী চাঁদনী (৩০) ও তার ছেলে সাদ (৭)। জামালপুর : মেলান্দহ উপজেলায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বাগবাড়ি এলাকায় গত রবিবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নূরনবী (২৮), আসফিয়া (৯) ও তাহিম (১১)। ধামরাই : ঢাকার ধামরাইয়ের মান্দারচাপ এলাকায় নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হলেন কলেজ ছাত্রীসহ চারজন। মান্দারচাপ গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী মিম ও শিফা ঈদের দিন নৌকা নিয়ে বেড়াতে যায়। কিছু দূর যাওয়ার পর নৌকা উল্টে ডুবে যায়। এদিকে গতকাল সুয়াপুর ইউনিয়নের কলেজছাত্রী আফরিন ও তার বান্ধবী নৌকা নিয়ে বেড়াতে যায়। এ সময় ঝড়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। নেত্রকোনা : কেন্দুয়ায় ভগ্নিপতির বাড়ি বেড়াতে এসে ঘুরতে গিয়ে গতকাল নৌকা ডুবে হাসিবা (১৮) নামে এক তরুণির মৃত্যু হয়েছে। বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর পাঁচকেরির হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুজন।

গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। উদ্ধার লাশ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আওয়াল মিয়ার মেয়ে দুলেনা বেগমের (২৫) বলে পুলিশ জানিয়েছে। এ নিখোঁজরা হলেন- দুলেনার ভাই আলী নূর (৩৮) ও খোকন (৭)।

সর্বশেষ খবর