শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

২৭ দিন পর আখাউড়া দিয়ে মাছ রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের ত্রিপুরায় রপ্তানি করা মাছ ছিনতাইয়ের ঘটনায় ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আখাউড়া বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ জুলাই আখাউড়া দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি করা মাছবাহী ট্রাক বন্দর থেকে বের হয়ে শিলচর যাওয়ার পথে রামনগর এলাকায় দুর্বৃত্তরা মাছ ছিনতাই করে। এরপর থেকে মাছ রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। আখাউড়া বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ত্রিপুরা রাজ্যের স্থানীয় বিধায়ক সুরঞ্জিত দত্ত ও বাংলাদেশের আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভিডিও কনফারেন্সে আলোচনা হয়।

সর্বশেষ খবর