শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পানি-কাদায় একাকার ২৮ কিমি কাঁচা রাস্তা

দিনাজপুর প্রতিনিধি

পানি-কাদায় একাকার ২৮ কিমি কাঁচা রাস্তা

দিনাজপুরের বিরামপুরে কর্দমাক্ত একটি সড়ক -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বেশির ভাগ গ্রামীণ রাস্তার বেহাল দশা। চলতি বর্ষায় এসব সড়ক পানি-কাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও রাস্তা এতটাই খারাপ যে, হেঁটে চলাচল করাও কষ্টকর। বিরামপুর উপজেলার প্রায় ২৮ কিলোমিটার এমন কাদাযুক্ত রাস্তায় চলতে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাগুলো পাকা করে দেবেন প্রতিশ্রুতি দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বিরামপুর উপজেলা ঘুরে দেখা যায়, মুকুন্দপুর ইউনিয়নে পাঁচ কিলোমিটার, কাটলা ইউনিয়নে সাড়ে পাঁচ কিলোমিটার, দিওড় ইউনিয়নে ২ কিলোমিটার, বিনাইল ইউনিয়নে পাঁচ কিলোমিটার, জোতবানী ইউনিয়নে পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এছাড়া জোতবানী পাকা রাস্তা হতে চকশুলবান পর্যন্ত ১ কিলোমিটার গত দেড় বছর আগে পাকাকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের পর খোঁড়াখুঁড়ি করলেও এখনো ইট বিছানো হয়নি। বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, ‘উপজেলার সব ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এলাকার চাহিদা অনুযায়ী ইউনিয়ন প্রতি ২০-৩০ গাড়ি করে বালু (রাবিশ) দেওয়া হচ্ছে। কিন্তু বর্ষার কারণে কাজ হচ্ছে না। জোতবানী ইউনিয়নের পাঠানচড়া, খানপুর ইউনিয়নের খানপুর থেকে ধানজুড়ি ও দিওড় ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রায় ৭ কিলোমিটার রাস্তা পাকাকরণের একটি চাহিদা স্থানীয় সংসদ সদস্যের কাছে দেওয়া হয়েছে। বাকি রাস্তার উন্নয়ন কাজ পর্যায়ক্রমে করা হবে।

সর্বশেষ খবর