রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চেয়ারম্যানের স্বজনদের নামে অর্ধশতাধিক ভাতার কার্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের স্বজনদের নামে অর্ধশতাধিক ভাতার কার্ড রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তালিকায় নাম রয়েছে কয়েকজন মৃত ব্যক্তিরও। তালিকায় নাম আছে অথচ জানেন না এমন ব্যক্তিও আছেন এ ইউনিয়নে। সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরাপাগলা গ্রামের রেহেনা জানান, তার নামে অনেক আগে থেকে ভিজিডির কার্ড হয়েছে অথচ তিনি তা জানেনই না। একই ওয়ার্ডের মাসুদ রানা জানান, ১০ টাকা কেজির তালিকায় তার নাম ছিল। ২০২০ সালের সংশোধিত তালিকাতেও নাম আছে কিন্তু তিনি চাল পাননি। ছাবানিয়া গ্রামের এনামুল হক অভিযোগ করেন, গত রমজান মাসে তার নামে বয়স্কভাতার ১২ হাজার টাকা তোলা হয়। তিনি শুধু টিপ দিয়েছেন ব্যাংকে গিয়ে। টাকা তোলেন চেয়ারম্যানের সহকারী মাইনুল ইসলাম। ওইদিন একইভাবে প্রায় ৩০ জনের বয়স্কভাতা তোলা হয়। সবাইকে চেয়ারম্যানের বাড়ি ডেকে পাঁচ হাজার করে টাকা কেটে সাত হাজার করে দেন। এলাকার আরও কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু বয়স্ক ভাতাই নয়, প্রতিবন্ধী, দুস্থ মাতা ও মাতৃত্ব¡কালীন ভাতার কার্ড করে দেওয়ার জন্যও টাকা নেওয়া হয়েছে। এছাড়া ১০ টাকা চালের তালিকায় চেয়ারম্যান ও তার  ঘনিষ্ঠজনদের অনেকের নাম রয়েছে। একই পরিবারে একাধিক সদস্যের নাম ছিল ২০১৭ সালের তালিকায়। ২০২০ সালের সংশোধিত তালিকাতেও একই অবস্থা। সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, চেয়ারম্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক। ১০ টাকা কেজির চালের তালিকাসহ বিভিন্ন ভাতার টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শোনা  গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ ব্যাপারে চেয়ারম্যানের সহকারী মাইনুল ইসলাম বলেন, আত্মীয়স্বজনের নামে কার্ড থাকতেই পারে। তারা পাওয়ার যোগ্য বলে পেয়েছে। ১০ টাকা কেজির চালের তালিকায় সচ্ছল, পাকাভবন মালিকদেন নাম থাকার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এ ইউনিয়নে অধিকাংশ বাড়িই দালান। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সামনে নির্বাচন তাই প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন, সুন্দরপুর ইউনিয়নে ১০ টাকার চালের তালিকা ও অন্য ক্ষেত্রে দুর্নীতির কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর