রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৪০ বাড়িতে হামলা লুট

ফরিদপুর প্রতিনিধি

৪০ বাড়িতে হামলা লুট

নগরকান্দায় হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তিন গ্রামের ৪০ বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার রাত ও গতকাল ভোরে এ হামলার ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। তালমা ইউনিয়নের মানিকদি গ্রামের একাংশের নেতৃত্ব দেন ইশারত মুন্সী এবং অপর অংশের নেতৃত্বে আছের আবু মাতুব্বর। দুটি গ্রুপের মূল নেতৃত্ব আছেন লাবু চৌধুরী এবং জামাল মিয়া। শুক্রবার বিকালে লাবু গ্রুপের সাবেক চেয়ারম্যান ফিরোজ খা বিলনালিয়া এলাকায় তার সমর্থকদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যায় মানিকদি গ্রামের ইশারত মুন্সীর সমর্থকদের তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। এ নিয়ে উভয় গ্রুপে উত্তেজনা চলছিল। শনিবার ভোরে ইশারত মুন্সীর এক সমর্থকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। অন্যদিকে ফজরের নামাজ পড়তে গেলে আবু মাতুব্বরের এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়। এ নিয়ে সকালে আবু মাতুব্বর, ফিরোজ খা, রণজিত মন্ডল, সামসুর নেতৃত্বে তিন শতাধিক লোক হামলা চালায় প্রতিপক্ষের ওপর। তারা মানিকদি, তালেশ্বর ও পিপরুল গ্রামের ৪০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পাল্টা হামলায় আবু মাতুব্বরের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর