রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে পুলিশসহ আহত ৯০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গরুর খামারের জন্য ঘর তৈরি করা নিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর বন্দরবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতাল এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় উভয়পক্ষের ৩০ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম মিয়ার সঙ্গে একই ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে লিলু ও গনু মিয়ার ছেলে সোহেলের বিরোধ চলছে। সম্প্রতি লিলু মণিপুর গ্রামের দুলি বাড়ি সংলগ্ন সড়কের কিছু অংশ দখল করে গরুর খামারের জন্য ঘর তৈরি করতে গেলে ইউপি সদস্য সেলিম বাধা দেন। এ নিয়ে সেলিমের সঙ্গে লিলু ও সোহেলের বাদানুবাদ হয়। এর জেরে গতকাল বিকালে উভয়পক্ষের কয়েকশ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নাসিরনগরে পৃথক সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৪০ জন আহত হয়েছেন। পুলিশ তিন দাঙ্গাবাজকে আটক করেছে। জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দে পূর্বশত্রুতার জেরে দুই দল গ্রামবাসী বাজারে সংঘর্ষে জড়ায়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইউপি সদস্য আব্দুল আজিজ, তিন পুলিশসহ ৩০ জন আহত হন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় নাসিরনগরে বসতঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর