রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১৪ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় ১৪টি পরিবহন চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানার নেতৃত্বে গতকাল শহরের খেজুরতলা ও ধুনটমোড় বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাস টার্মিনাল দুটির বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে ঘুরে দেখেন। এ সময় সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে বাড়তি ভাড়া আদায় করায় ১৪টি বাস থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি এ সব বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর