সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক দৌলতদিয়া ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি

স্বাভাবিক দৌলতদিয়া ফেরিঘাট

গাড়ির চাপ নেই ফেরিঘাটে

ঈদের ছুটি শেষে গত শুক্র এবং শনিবার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে যাওয়া যাত্রী-চালকদের পোহাতে হয়েছে দুর্ভোগ। গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। এ দিন ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাড়ির লাইন দেখা যায়নি। দৌতলদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত দৌলতদিয়া প্রান্ত দিয়ে ভোগান্তির শিকার হয়ে যাত্রী-চালকরা ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়েছে। এখন স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট।

১৬টি ফেরি দিয়ে বর্তমানে যাত্রী-যানবাহন পারাপার করা হচ্ছে। রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, স্বাভাবিক হলেও দৌলতদিয়া যেহেতু গুরুত্বপূর্ণ নৌরুট সেই দিক বিবেচনা করে ট্রাফিক পুলিশের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর