সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মানিকগঞ্জে বসুন্ধরার খাদ্য সহায়তা অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের বন্যার্তদের  মধ্যে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা অব্যাহত  রয়েছে। গতকালও দৌলতপুর উপজেলার চকমিরপুর, জিয়নপুর ও চরকাটারী তিনটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাগে রয়েছে  চাল, ডাল, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সামাজিক দূরত্ব এবং প্রকৃত দুস্থদের নিশ্চিত করার জন্য সহায়তা নেওয়া হয়েছে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, দৌলতপুরের ইউএনও তাসলিমা মোস্তারী, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মিত্র প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু। মাহবুব মোর্শেদ হাসান রুনু জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা ও করোনাকে সমন্বয় করে ত্রাণ কর্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ খবর