সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘ডিএনডি প্রকল্পের ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ও সদস্য জাকির হোসেন আকন্দ বলেছেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ৭৫ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমান প্রজেক্টটি হলো ৫০০ কোটি টাকার। এ প্রজেক্ট ৫০০ কোটি টাকায় হবে না। এটাকে আরও ৮০০ কোটি টাকা বৃৃৃদ্ধি করে ১৩০০ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রজেক্টের মেয়াদ যেটা ছিল ২০১৬ থেকে ২০২০, সেটাকে করা হয়েছে ২০১৬ থেকে জুন ২০২৩ পর্যন্ত। গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।

 উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আলী, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ, ডিএনডি প্রজেক্টের ডিরেক্টর কর্নেল মাশফিক প্রমুখ।

সর্বশেষ খবর