সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কান্তজীউ বিগ্রহ নৌবহরে রাজবাড়ীর মন্দিরে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নদীপথে পুলিশি প্রহরায় গতকাল সকালে কান্তনগর মন্দির থেকে যাত্রা করে। ৩০ ঘাটে বিগ্রহ বহনকারী নৌকা ভেড়ানো হয়। প্রায় ২৫ কিলোমিটার নৌপথে বিভিন্ন ঘাটে ভক্তদের পূজা-অর্চনার মধ্য দিয়ে রাতে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানাসহ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিগ্রহ যাত্রার আগে ভোর থেকে হাজারো ভক্তদের পদচারণায় মুখরিত হয় কান্তজীউ মন্দির প্রাঙ্গণসহ নদীর বিভিন্ন ঘাট এলাকায়। গতকাল সাড়ে ৭টায় কাহারোল উপজেলার কান্তনগরে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ীর উদ্দেশে যাত্রার উদ্বোধন করেন স্থানীয় এমপি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। রাতে বিগ্রহ সাধুঘাটে এসে পৌঁছালে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা গ্রহণ করেন।

সর্বশেষ খবর