মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আসামি আনোয়ার, টাকা নিয়ে আত্মসমর্পণ করে হানিফ

কুমিল্লা প্রতিনিধি

আসামি আনোয়ার, টাকা নিয়ে আত্মসমর্পণ করেন হানিফ! গতকাল নকল আসামি জামিন চাইতে হাজির হলে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্র জানায়, কুমিল্লায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি আনোয়ার হোসেন। বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। বাবার নাম তৈয়ব আলী। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। গত জুলাই মাসে তিনি কোতোয়ালি থানার একটি মামলায় আত্মসমর্পণ করেন। গতকাল আদালতে জামিনের জন্য প্রস্তুত হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী জানতে পারেন আনোয়ার  হোসেনের পরিবর্তে অন্য একজন আত্মসমর্পণ করেছেন। বিষয়টি জানানো হলে আদালত মুলতবি ঘোষণা করা হয়। জানা যায়,  টাকার বিনিময়ে আসামি আনোয়ার হোসেনের পরিবর্তে আদালতে গত ৮ জুলাই আত্মসমর্পণ করেন বরুড়ার আবু হানিফ। সরকার পক্ষের আইনজীবী বলেন, কিছুদিন আগে সদর কোর্টে আত্মসমর্পণ করেন আসামি আনোয়ার হোসেন। তখন আদালত তাকে কারাগারে পাঠায়। আজ (গতকাল) জেলা ও সেশন জজ আদালতে জামিনের জন্য আবেদন করে। তখন আমি আদালতকে বলি এ আসামি আনোয়ার হোসেন নয়, তার পরিবর্তে অন্য একজন আত্মসমর্পণ করেন। তখন আদালত মামলাটি আবার সদর কোর্টে পাঠায়।

সর্বশেষ খবর