মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চার বছরে দুই শতাধিক কম্পিউটার চুরি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারও কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে চার বারে দুই শতাধিক কম্পিউটার চুরি হল। এর আগে আরও তিন বার কম্পিউটার চুরির ঘটনা ঘটে। আগের তিনটি ঘটনায় ২০১৭ সালে ৫০টি, ২০১৮ সালে ৪৭টি এবং ২০১৭ সালের আগে ম্যানেজমেন্ট বিভাগের বেশকিছু কম্পিউটার চুরির ঘটনা ঘটে। আর এবার কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৯১টি কম্পিউটার চুরি হয়েছে বলে রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে। গতকাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. শাহজাহান ও রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ঈদের ছুটি শেষে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত হয়। এ সময় দেখা যায়, গ্রন্থাগারের পেছনের দিকের জানালা ভেঙে কম্পিউটারগুলো চুরি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা। সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চুরির বিষয়ে জানার পর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ চেক করেছি। সিসিটিভিতে গত ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ভিডিও ফুটেজ রয়েছে। এ সময়ে কোনো চুরির ঘটনা ঘটেনি। আমরা ধারণা করছি ২০ জুলাই থেকে ২৭ তারিখের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ৩০ জন গার্ডের মধ্যে ২০ জন ২৩ তারিখ থেকে কোনো নির্দিষ্ট কারণ না জানিয়েই অনুপস্থিত ছিলেন, তাই নিরাপত্তাজনিত কিছুটা সমস্যা ছিল।

ভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর মো. শাহজাহান বলেছেন, এ ঘটনায় রেজিস্ট্রার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

 

সর্বশেষ খবর