মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা নমুনা সংগ্রহের নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কথা বলে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী সুপদ পাল গত শনিবার রাতে মামলাটি করেন। আসামি বর্ণাকে গ্রেফতার দেখিয়ে রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গত শনিবার উপজেলার আতাইকুলা পালপাড়ার সুপদের বাড়িতে যান বর্ণা নামে এক ভুয়া স্বাস্থ্যকর্মী। তিনি করোনার নমুনা নেওয়া হবে বলে সুপদের স্ত্রী প্রতিমার সঙ্গে নানা আলাপ শুরু করেন। এক পর্যায়ে প্রতিমার ছবি ও ভোটার আইডির ফটোকপি দরকার বলে জানান। প্রতিমা তার ভাশুরকে পাশের বাজারে আইডি কার্ড ফটোকপি করতে পাঠান। এ সুযোগে বর্ণা গলা টিপে প্রতিমাকে হত্যার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে বর্ণা পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

সর্বশেষ খবর