বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নির্বাচনের ইঙ্গিত কমিশনের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

সোনাতলার ৭ ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্বাচনের ইঙ্গিত কমিশনের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

বগুড়ার সোনাতলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। নির্বাচন কমিশন আগামী মার্চ মাসে ইউপি নির্বাচনের ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে সোনাতলায় সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, বৈঠক, মতবিনিময় সভা শুরু করে দিয়েছেন। ২০১৬ সালের ৩১ মার্চ সবশেষ সোনাতলা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীকে নির্বাচনে সবকটিতে সরকারদলীয় প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। এবার সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সোনাতলা সদরে মাহবুবুল আলম বুলু, নবীন আনোয়ার কমরেড, জাকির হোসেন বেলাল। জোড়গাছা ইউনিয়নে রোস্তম আলী ম-ল, আবদুল মোমিন মাস্টার, আনারুল ইসলাম টিপু, প্রভাষক রফিকুল ইসলাম মতিন, সাইদুজ্জামান সোহেল। দিগদাইড় ইউনিয়নের আলী তৈয়ব শামীম, মোকছেদ আলী, শহিদুল হক টুল্লু। বালুয়া ইউনিয়নে প্রভাষক রুহুল আমিন, শফিকুল ইসলাম শাফি। মধুপুরে অসীম কুমার জৈন নতুন, মনোয়ার হোসেন সাবু মুন্সি, জাকির হোসেন, আবদুল আলিম। তেকানীচুকাইনগরে শামছুল হক ম-ল, আশরাফ আলী আকন্দ, গিয়াস উদ্দিন, জাহিদুল ইসলাম, আবু তাহের ও পাকুল্লায় জুলফিকার রহমান শান্ত, এ কে এম লতিফুল বারী টিম, সাদাকাতুল বারী পুটু। সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু জানান, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রর্থীদের দলীয় মনোনয়ন দেওয়া হবে। সোনাতলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির জানান, দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে প্রার্থী স্থানীয়ভাবে মনোনয়ন দিয়ে তা অনুমোদনের জন্য হাইকমান্ডে পাঠানো হবে।

সর্বশেষ খবর