বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে সুরাট ইউপির

সীমানা জটিলতায় হচ্ছে না নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধি

দীর্ঘদিন সীমানা জটিলতার অজুহাতে নির্বাচন হচ্ছে না ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদে। ফলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম অনেকটা ভেঙে পড়েছে। চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কারও নেই কোনো জবাবদিহিতা। যে যার মতো কার্যক্রম চালাচ্ছে। ইউনিয়নবাসী এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট দফতরে।

জানা যায়, সীমানা নিয়ে একটি মামলার করণে ২০১১ সাল থেকে এ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। তখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কবির হোসেন জোয়ার্দার। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগে তিনি ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। উন্নয়নমূলক কাজসহ সব খাত থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা। কেউ প্রতিবাদ করলে তার ওপর জুলুম-অত্যাচার করারও অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে। চেয়ারম্যান কবির হোসেনের অনিয়মের বিষয়ে ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান জানান, বিষয়টি আমি শুনেছি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমারনাথ জানান, ঘর করে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। কবির হোসেন অভিযোগটি অস্বীকার করে জানান, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সর্বশেষ খবর