বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১০০ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

রাঙামাটি প্রতিনিধি

১০০ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

টানা তিন মাস ১০ দিন পর দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত  ১২টায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর হ্রদে আনুষ্ঠানিকভাবে মাছ আহরণ শুরু করেন মৎস্যজীবীরা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রাঙামাটি জেলা প্রশাসক এ এ কে এম মামুনুর রশিদ জানান, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৩০ এপ্রিল দিবাগত রাত থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ সময় হ্রদ এলাকায় সব প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ, বিপণন, শুকানো ও পরিবহন নিষিদ্ধ ছিল।

 মাছ ধরা বন্ধকালে কাপ্তাই হ্রদে ৩৫ মেট্রিক টন কার্প জাতীয় পোনা অবমুক্ত করা হয়। এ পোনা মাছগুলো তিন মাস ১০ দিনের মধ্যে আহরণ করার মতো বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হলেও নির্ধারিত অভয়াশ্রম রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো ঘাট, রাজবন বিহার ঘাট, লংগদু উপজেলা ইউএনও অফিস ঘাট এবং নানিয়ারচর ছয়কুড়ি বিলে মৎস্য আহরণ আগের মতোই বন্ধ থাকবে।

সর্বশেষ খবর