বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এক কমিটিতেই ১৬ বছর

ব্রাহ্মণবাড়িয়া যুবলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক কমিটিতেই ১৬ বছর

তিন বছর মেয়াদের কমিটির বয়স এখন ১৬ বছর। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের এ কমিটির অর্ধেক সদস্যরই ঠিকানা পরিবর্তন হয়েছে এই সময়ে। কেউ আওয়ামী লীগে, কেউ যুবলীগের অন্য ইউনিটে চলে গেছেন। মারাও গেছেন কয়েকজন। জেলে, বিদেশে এবং অন্য পেশায় আছেন কেউ কেউ। জানা যায়, ২০০৪ সালের ২৮ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সম্মেলন হয়। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হন অ্যাড. মাহবুবুল আলম খোকন আর সিরাজুল ইসলাম ফেরদৌস। প্রায় এক বছর পর ২০০৫ সালের ১৮ জুন কেন্দ্রীয় যুবলীগের তখনকার চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এই কমিটির অনুমোদন দেন। সেখানে সম্মেলনের তারিখ থেকে তিন বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এখনও বহাল আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সেই কমিটি। সভাপতি মাহবুবুল আলম খোকন পাঁচ বছর আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়ে যুবলীগ ছেড়েছেন। তখন ভারপ্রাপ্ত সভাপতি করা হয় সহ-সভাপতি অ্যাড. শাহনুর ইসলামকে। ভারপ্রাপ্ত হিসেবে তার দায়িত্বের মেয়াদও কয়েক বছর পেরিয়েছে। জেলা যুবলীগের ১ নম্বর সদস্য শাহআলম সরকারও জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক পদ পান। এছাড়া সহ-সভাপতি মাহমুদুর রহমান জগলু, সদস্য স্বপন রায় ও খোকন কান্তি আচার্য্য জেলা আওয়ামী লীগে পদ পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মিজানুর রহমান আনছারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সহ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক এএইচএম মাহবুবুল আলম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদস্য শাহজাহান আলম সাজু আশুগঞ্জ আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। মারা গেছেন সহ-সভাপতি আশিকুল আলম বাবলু, সদস্য আবু শামীম ভূইয়া ও মনিরুল ইসলাম। হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত এবং অস্ত্র মামলায় জেলে রয়েছেন সদস্য সোহেল রানা ও সহ-সভাপতি সুমন মিয়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী খাদেম বাবু এবং সদস্য জহিরুল হক ভূইয়া সাচ্চু ঢাকায় ব্যবসায়, অর্থসম্পাদক সাঈদুজ্জামান হিমেল ও সাফায়েত হক খন্দকার ইটালী, লিটন মিয়া লিবিয়া প্রবাসে আছেন। তসলিম আহমেদ ও জামাল উদ্দিন এখন চাকরিজীবী। এভাবে জেলা যুবলীগের কমিটিতে থাকা অর্ধেক সদস্যই অস্তিত্বহীন। ওদিকে এ জেলার যুবলীগের উপজেলা ইউনিটগুলোরও বেহাল অবস্থা। সদর, নবীনগর, কসবা, বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ৫-৬ বছর আগে। জেলা যুবলীগের সভাপতি শাহনুর ইসলাম জানান, এক বছর আগে তাকে ভারমুক্ত করা হয়েছে। তিনি এখন সভাপতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর