বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী নারী ৫ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলার বরাত দিয়ে আড়াইহাজারের ওসি জানান, ভুক্তভোগী নারী  সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি গার্মেন্টে কাজ করেন এবং ভাড়া বাসায় থাকেন। গত শনিবার রাত ৮টার দিকে কাঁচপুরের বাসা থেকে আড়াইহাজার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১০টায় কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে রিকশার জন্য অপেক্ষা করলে অজ্ঞাত ৪ যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। তাদের সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ দুজন কাপড় দিয়ে চোখ ও মুখ চেপে ধরে আর দুজন তাকে রাস্তার পাশে ধান খেতে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে রেখে যায়। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে শ্বশুরবাড়ি পৌঁছে দেয়।

সর্বশেষ খবর