বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খালের ৩২ বাঁধ অপসারণ

নাটোর প্রতিনিধি

খালের ৩২ বাঁধ অপসারণ

ভেকু মেশিন দিয়ে চলছে বাঁধ অপসারণের কাজ -বাংলাদেশ প্রতিদিন

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার থেকে দোলেরভাগ ব্রিজের মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার খাল। এই এক কিলোমিটার খালের ওপর রয়েছে অন্তত ৩২টি বাঁধ।

স্থানীয় লোকজন নিজেদের বাড়ি যাওয়ার জন্য চিকন রাস্তা তৈরি করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে করে বালিয়াডাঙ্গা ও বিলটুঙ্গি এলাকার প্রায় এক হাজার ৫০০ বিঘা কৃষি জমির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বন্যার সময় ব্যাপক ফসলহানি ঘটে। অবশেষে সেই এক কিলোমিটার বাঁধ অপসারণের কাজ শুরু করে সদর উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসানের নেতৃত্বে খালের বাঁধ অপসারণের কাজ শুরু হয়। এতে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জমিগুলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর