বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সংস্কারের ১৫ দিনেই বেহাল

নাটোর প্রতিনিধি

সংস্কারের ১৫ দিনেই বেহাল

সংস্কার কাজ শেষ হয়েছে মাত্র ১৫ দিন। এরই মধ্যে উঠে গেছে রাস্তার পিচ। সৃষ্টি হয়েছে গর্তের। অথচ রাস্তাটি সংস্কার করতে ব্যয় হয়েছে ৫৬ লাখ টাকা। এমন অবস্থা সিংড়া উপজেলার এখলাসপুর থেকে সোরমুজা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার পুন:নির্মাণে। এলাকাবাসীরা জানান, গত ১৫ দিন আগে পাকাকরণ করা হয় এখলাসপুর থেকে সোরমুজা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা। রাস্তাটি পিচ ঢালাইয়ের পর থেকে বিভিন্ন স্থান থেকে পিচ উঠে যেতে থাকে। এলাকাবাসী জানান, অতি বৃষ্টির কারণে রাস্তাটিতে বন্যার পানি উঠে যায়। বন্যার পানি ছয় থেকে সাতদিন ছিল। এর মধ্যে রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে ইটের খোয়া বের হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, যেদিন পিচ ঢালাই হইছে সেদিন থেকেই পিচ উঠা ধরছে। বন্যার দোষ দিয়ে লাভ নেই। পাওটা রাস্তা বন্যায় ডুবে গেছিলো কোন ক্ষতি হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর