বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খুনিদের পৃষ্ঠপোষকতা করেছিলো জিয়া

-এনামুল হক শামীম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ১৫ আগস্ট ১৯৭৫ বাঙালি জাতির জীবনে কলঙ্কজনক দিন। ওইদিন দেশি-বিদেশি অপশক্তির প্রত্যক্ষ মদদে সপরিবারে হত্যা করা হয় বাঙালি জাতির মুক্তি সংগ্রামের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই নির্মম হত্যায় পরোক্ষ মদদদাতা ছিলেন ক্ষমতার লোভে অন্ধ উচ্চাভিলাষী, মীর জাফর জিয়াউর রহমান। তিনি খুনিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর পলাতক সব খুনির বিচার কার্যকর হবে ইনশাআল্লাহ। গতকাল মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফুলদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, মৃণাল কান্তি দাস এমপি, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর