শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নাটোর প্রতিনিধি

জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নাটোরের বড়াইগ্রামে অপরিকল্পিত পুকুর খননের কারণে উপশহর উচ্চ বিদ্যালয়ের মাঠসহ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে গেছে উপশহর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিলের প্রায় এক হাজার বিঘা ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আশপাশের পাঁচ গ্রামের কয়েক হাজার কৃষক। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুদ রানা মান্নান বলেন, উপশহর গ্রামের দুই ব্যক্তি তাদের পুকুরের পাড় নির্মাণের ফলে কয়েকটি বিলের পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ এবং জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ইউএনও বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বন্যার পানি নেমে গেলে প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হবে। তিনি আরো বলেন- অপরিকল্পিত পুকুর খনন ও পুকুরের পাড়ের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। আমি এবং গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর