শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বসতবাড়িতে হামলা ভাঙচুর আগুন, গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি

জেলার সুধারামের আন্ডারচর ইউপি মেম্বার হোরন হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে আসামি হারুন মোল্লার বাড়িসহ পাঁচটি বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতের এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ৫০/৬০ জনকে আসামি করে গতকাল সুধারাম থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ রিয়াদ, বকুল মাঝি, হাকিম, শরিফ, শাহিনসহ পাঁচজনকে গ্রেফতার করে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করে। এলাকাবাসী জানান, গত ২৬  জুন হোরন মেম্বার স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যা মামলাকে কেন্দ্র করে ২৫/৩০ জন অস্রধারী সন্ত্রাসী হারুন মোল্লাসহ ৬/৭টি বাড়িতে বুধবার রাতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে নারী-পুরুষ পালিয়ে যায়।

সর্বশেষ খবর