শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চুরি হওয়া ১৮ ইজিবাইক উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে চুরি হওয়া ১৮টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে তিন তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- বরগুনা জেলার নয়াপাড়া গ্রামের আলম ফারাজি মহারাজ, যশোরের সীতারামপুরের রবিউল ইসলাম ও কুষ্টিয়া সড়কের চৌড়হাস এলাকার মিজানুর রহমান।

পুলিশ জানায়, দুই ব্যক্তি গত ২৭ জুলাই নড়াইল সদরের রফিক নামে একজনের ইজিবাইক ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পরে যশোরের অভয়নগর এলাকার এক বাড়িতে তারা খাওয়া-দাওয়া করে। একপর্যায়ে চালক রফিক অচেতন হয়ে পড়লে ওই দুজন তার কাছে থাকা আড়াই হাজার টাকা, মোবাইল ফোন ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রফিক গাজী সুস্থ হয়ে এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেন ডিবি পুলিশকে। যশোর ডিবি পুলিশ বুধবার গোপালগঞ্জ সদরের গোলাবাড়িয়া এলাকায় একটি গুদাম থেকে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আলম ফারাজি ও রবিউল ইসলাকে আটক করে। তাদের হেফাজত থেকে জব্দ করে একটি ইজিবাইক, আটটি মোবাইল ফোন, ৭০ পিস চেতনানাশক ওষুধ। আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী কুষ্টিয়া সদর থানার চৌড়হাস এলাকায় মিজানুর রহমানের গ্যারেজে অভিযান চালিয়ে রফিকের ইজিবাইকসহ চোরাই ১৮টি ইজিবাইক জব্দ এবং মিজানুরকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন গতকাল প্রেস কনফারেন্সে জানান আটকরা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা জেলার বিভিন্ন স্থানে একই পদ্ধতিতে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর