শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা
সিনহা হত্যা

চার পুলিশ সদস্য ও তিন সাক্ষীকে রিমান্ডে নিল র‌্যাব

কক্সবাজার প্রতিনিধি

মেজর সিনহা মো. রাশেদ (অব.)  হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের চার সদস্য ও তিন সাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র‌্যাব। গতকাল সকাল ১০টায় র‌্যাবের একটি দল কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নিয়ে গেছে বলে জানান জেল ?সুপার মোকাম্মেল হোসেন। তারা হলেন- কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং পুলিশের মামলার তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।

মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১১ আগস্ট দুপুরে টেকনাফের বাহারছড়ার শামলাপুর থেকে পুলিশের মামলার তিন সাক্ষীকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এএসআই নন্দদুলালের সাত দিনের রিমান্ড দেয় আদালত।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি এবং নিহতের পরিবারের পক্ষে একটি মামলা হয়েছে।

সর্বশেষ খবর