রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিবাদ মিটাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় বিবাদ মিটাতে এসে প্রাণ গেল যুবকের। এছাড়া তিন জেলায় উদ্ধার করা হয়েছে তিনজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : নগরীতে বিবাদ মেটাতে গেলে জনসমক্ষে রাজিব হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিত-া হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। এ নিয়ে বাকবিত-ার একপর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা : রূপসা উপজেলার দেবীপুরে পানের বরজ থেকে অজ্ঞাত তরুণির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। রূপসা থানার ওসি জানান, লাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোয়ালমারী : ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা ও বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শরীফ হারুন অর রশিদের বাড়ি থেকে আশিক রানা (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। আশিক কঠুরাকান্দি গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় শরীফ হারুনের ভাই নজরুলসহ পাঁচজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। পটুয়াখালী : বাউফল উপজেলার রাজাপুর গ্রাম থেকে গতকাল এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত পপি অধিকারী (২৫) ওই এলাকার শ্যাম অধিকারীর স্ত্রী। পুলিশ জানায় পারিবারিক বিরোধে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর