বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ক্লিনিকের জায়গা দখল করে দোকান নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ক্লিনিকের জায়গা দখল করে দোকান নির্মাণ

ক্লিনিকের জায়গায় নির্মাণাধীন স্থাপনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের জাহিদুল ইসলাম জাদু কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য ৫ শতক জমি দান করেন। ক্লিনিক নির্মাণের পর পাশে কিছু ফাঁকা ছিল। সেই জায়গায় জমিদাতা সরকারের অনুমতি ছাড়াই পাকা দোকান ঘর নির্মাণ শুরু করেছেন। এতে কমিউনিটি ক্লিনিকের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী নিরূপায় হয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন। একাধিক ব্যক্তি জানান, দাতা জাহিদুল স্বেচ্ছায় জমিটি ক্লিনিক স্থাপনের জন্য দিয়েছেন। এখন সেই জায়গায় দোকান নির্মাণ করছেন- যা নীতিবিরোধী। কমিউনিটি ক্লিনিকের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমার জায়গায় ক্লিনিক নির্মাণ করা হয়ছে। আমার ছোট ভাই খলিলুর রহমান তার জায়গায় দোকান ঘর নির্মাণ করছেন।’ ওই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী এইচ এ মাহমুদ রেজা বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারক নাথ কুন্ডু বলেন, পরিত্যক্ত জমি যদি কমিউনিটি ক্লিনিকের হয় তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ খবর