বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিরানভূমি খয়রাতনগর রেলস্টেশন

♦ থামে না কোনো ট্রেন ♦ ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষ

আবদুল বারী, নীলফামারী

বিরানভূমি খয়রাতনগর রেলস্টেশন

খয়রাতনগর রেলস্ট্রেশনে পরিত্যক্ত ভবন (বাঁয়ে)। স্টেশন এলাকায় চরানো হচ্ছে গবাদি পশু -বাংলাদেশ প্রতিদিন

অযত্ন-অবহেলায় পড়ে আছে ভাষাসৈনিক ও যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের নামে নামকরণ হওয়া ‘খয়রাতনগর’ রেল স্টেশন। এই স্টেশনে এখন আর থামে না লোকাল কিংবা আন্তনগর ট্রেন। স্টেশনটি সচল না থাকায় স্থানীয় উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ অঞ্চলের মানুষ।

সরেজমিন নীলফামারী সদর উপজেলার ওলটপাড়া এলাকায় অবস্থিত এই স্টেশন ঘুরে দেখা যায়, ময়লা আবর্জনার স্তূপ। গরু-ছাগল চরানো হচ্ছে স্টেশন চত্বরে। টিনশেডের স্টেশন কক্ষগুলো লাকড়ি আর গোবর রাখার ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কক্ষগুলোর পরিচয় হিসেবে টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার আর বিশ্রামাগারের চিহ্ন যেন এখনো রয়েছে। স্থানীয়রা জানান, সাত-আট বছর আগেও এই স্টেশনে সব ধরনের ট্রেন থামত। লাইনে দাঁড়িয়ে মানুষ টিকিট কেটে ট্রেনে উঠতেন। এই স্টেশন ব্যবহার করে পাশের খানসামা, পাকেরহাট, বীরগঞ্জ ও রানীরবন্দর এলাকার মানুষ সৈয়দপুর, পার্বতীপুর, ভবানীপুর যেতেন। স্টেশনটি বন্ধ হওয়ার পর স্টেশন ঘিরে ব্যবসায়িক কার্যক্রমও মুখ থুবড়ে পড়েছে। সোনারায় ইউপির প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী কুমার রায় বলেন, স্টেশনের সামনে উত্তরা ইপিজেড। শ্রমিকরা ট্রেনে নিরাপদে আসা-যাওয়া করতে পারেন এই পথ দিয়ে। ইপিজেডে উৎপাদিত মালামাল এখান থেকে ট্রেনে করে নিয়ে যাওয়া সম্ভব। স্টেশনটি চালু হলে এ এলাকার অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রয়াত ভাষাসৈনিক খয়রাত হোসেনের নাতি ইমরান বিন হাসনাত বলেন, শহরে দাদুর নামে একটি সড়ক, তার জীবনী নিয়ে ফলক এবং একটি মার্কেট রয়েছে কিন্তু স্টেশনটির আজ বেহালদশা। খয়রাত হোসেনকে স্মরণীয় করে রাখতে স্টেশনটি আবার সচল ও যুগোপযোগী করা দরকার। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, স্টেশনটি সচল করার উদ্যোগ নেওয়া হবে। এই স্টেশনে উত্তরা ইপিজেডের মালামাল ওঠানামা করার জন্য যেন কার্গো পরিবহন চলাচল করে তার জন্য চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক বলেন, খয়রাত হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর