শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা ভোলায়

ভোলা প্রতিনিধি

ভোলায় হামলা-মামলার শিকার যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মাদকাসক্ত, ছাত্রলীগের অনুগত, বিবাহিত এবং অছাত্রদের নিয়ে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিতরা। গতকাল বিকালে ভোলা জেলা ছাত্রদল কার্যালয় সংলঘœ একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় বিতর্কিত লোকজনকে নিয়ে গঠিত কমিটি অনুমোদন করায় জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের পদত্যাগও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা মো. আব্বাস উদ্দিন। এ সময় সংবাদ সম্মেলনে নাহিদ, মামুন, ইব্রাহিম, সোহান, সজীব, মিঠুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন পর ১৮ আগস্ট দৌলতখান উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু নবগঠিত এই কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে মাদকাসক্ত, বিবাহিত, ছাত্রলীগ সম্পৃক্ত ও সরকারি দলের অনুগতদের পদ দেওয়া হয়েছে। বিগত দিনে রাজপথের আন্দোলনে সক্রিয় যেসব নেতা-কর্মী হামলা-মামলার শিকার হয়েছেন তাদের কমিটিতে রাখা হয়নি। অভিযোগ করা হয় নতুন কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম নেশাগ্রস্ত, যুগ্ম আহ্বায়ক জাফরউল্লাহ ছাত্রলীগের কমিটিতে রয়েছে, অপর যুগ্ম আহ্বায়ক রাশেদ অছাত্র এবং ব্যবসায়ী। এ ছাড়া আত্মীয়করণ এবং টাকার বিনিময়ে অযোগ্য ও ঢাকায় চাকরি করেন এমন লোকজনকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। এ সময় নতুন কমিটির তালিকা ছিঁড়ে ফেলা হয় এবং কমিটির ২১ সদস্যকে দৌলতখান উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি বিতর্কিত এই কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের পদত্যাগও দবি করেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ বিষয়ে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার বলেন, যাচাই-বাছাই করে ত্যাগী ও যোগ্যদেরই কমিটিতে পদ দেওয়া হয়েছে। যারা পদ পাননি তারা এখন অসত্য-ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

সর্বশেষ খবর